শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

ঈশ্বরদী মহাসড়কে অজ্ঞাত ব্যাক্তিকে আহত অবস্থায় উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ৭:০৮ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি :

পাবনা ঈশ্বরদী উপজেলার মূলাডুলি শেখপাড়া থেকে অজ্ঞাত ব্যাক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পাকশী হাইওয়ে থানা পুলিশ, আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা সম্পর্কে সাংবাদিকদের পাকশী হাইওয়ে থানার ( ওসি ) মো: মুনিরুজ্জামান জানান অজ্ঞাত ‍ব্যাক্তির কোন পরিচয় আমরা এখনো জানতে পারি নাই । অজ্ঞাত ব্যাক্তির পরিচয় জানার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। পরে ইশ্বরদীর সাংবাদিক মো: ইয়াছিন শেখ তাঁর ফেসবুক আইডিতে মৃত ব‍্যাক্তির ছবি সহ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন এবং কয়েকটি গ্রুপে শেয়ার দেন।

 

পরে পাবনা জেলার আমিনপুর থানার অন্তরগত বাগইরপুর গ্রামের শ্রী বিশ্বজিৎ সরকার পোস্ট দেখে মৃত ব্যক্তির পরিবারকে খবর দেন । এই তথ্য নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানা পুলিশের এস.আই আবু নাঈম মো: জিহাদ উদ্দিন। পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মুনিরুজ্জামান বলেন লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোন মামলা হয়েছে কি না তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন এ ব‍্যাপারে থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর