হাফিজুল হক,সাপাহার নওগাঁ প্রতিনিধি:-
নওগাঁর সাপাহারে নবাগত ওসি তারেকুর রহমান ( তারেক) সরকার এর জন্মদিন উপলক্ষে সাপাহার রিপোর্টার্স ফোরামের পক্ষ হতে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে । রোববার দুপুরে সাপাহার রিপোর্টার্স ফোরামের পক্ষ হতে ফোরামের সভাপতি সাংবাদিক হাফিজুল হক ও ফোরামের অন্যতম সদস্য ও সাপাহার যুব মহিলা লীগের আহবায়ক সাংবাদিক নুরে জান্নাত ময়না সাপাহার থানার অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে গিয়ে নবাগত ওসি তারেকুর রহমান (তারেক) সরকারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এ সময় থানার ওসি তদন্ত আল মাহমুদ সহ থানার অন্যান্য অফিসার ও সদস্য বিন্দু উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ১৯৮২ সালের পহেলা নভেম্বর জন্মগ্রহণ করেন ওসি তারেকুর রহমান (তারেক) সরকার।
CBALO/আপন ইসলাম