খন্দকার মোহাম্মাদ আলী:
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার পর থেকে সেতু বাস্তবায়নের জন্য কার্যক্রম শুরু হবে। দুটি ভাবে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। একটি সিরাজগঞ্জ অংশে অপরটি টাঙ্গাইল অংশে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হবে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বচ্চ ২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করে। কিন্তু বঙ্গবন্ধু রেল সেতু চালু হলে একশ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করবে।
মন্ত্রী আজ বুধবার বেলা ১২টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী রেলকে নিয়ে আগামীদিনে ভারসাম্য পূর্ণ্য যোগাযোগ ব্যবস্থা তোলার জন্য পরিকল্পনা গ্রহন করেছেন। মাত্র ৪৪টি ট্রেন এখন পারাপার হচ্ছে। এতে সময় ক্ষেপন হচ্ছে বেশি। এতে সিডিউলের বিপর্যয় ঘটে। এটি দুর করার জন্য একটি ডেটিকেটেড ডুয়েলগেজ ডাবল লাইন সেতু হচ্ছে। এই সেতুটি বাস্তবায়ন হলে একশ কিলোমিটার বেগে দুটি ট্রেন এক সাথে পার হতে পারবে।
বঙ্গবন্ধু সেতুর তিনশ মিটার উজানে ডাবল লাইন ডুয়েলগেজ নতুন একটি সেতু করতে যাচ্ছি। তার নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু রেল সেতু। জাপানে অর্থায়নে (জায়কা) প্রকল্পটি বাস্ত বায়ন হচ্ছে। টেন্ডার সহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, রেলপথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো: শামসুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মিহির কান্তি গুহ, প্রকল্প পরিচালক কামরুল আহসান, বঙ্গবন্ধু সেতু তত্ববধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন প্রমুখ।
CBALO/আপন ইসলাম