বড়াইগ্রামে মাছ চুরির মামলায় জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বাদীপক্ষের আইনজীবী মখলেছুর রহমান মিলন জানান,২০২১ সালে বোর্ণী গ্রামের বিএনপি কর্মী আব্দুর রহিম প্রতিবেশী আব্দুল আউয়ালের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। ২০২২ সালের ১৫ই এপ্রিল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের উপস্থিতিতে তার অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। জুলাই বিপ্লবের পর আব্দুর রহিম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে প্রধান আসামী করে ৯ জনের নামে মামলা করেন। তদন্তে দুজনকে বাদ দিয়ে ৭ জনের নামে চার্জশিট দেয় পিবিআই।
সোমবার আবুল কালাম আজাদ বড়াইগ্রাম আমলি আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।