কে,এম আল আমিন :
গতকাল রবিবার সন্ধ্যায় নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ অবশেষে ১৪ ঘন্টা পর আজ সোমবার ( ২৬ অক্টোবর)সকাল সাড়ে ৮ টায় নদী থেকে উদ্ধার করলো রাজশাহী ডুবুরী দল। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহযোগীতায় এ উদ্ধার অভিযান সফল হয়। উল্লেখ্য,সলঙ্গা থানার বওলা তলা গ্রামের দবির উদ্দিন (৫০) গতকাল নদীতে হতে হাঁস আনতে গিয়ে ডুবে নিখোজ হয়। সলঙ্গা থানার ওসি ঘটনা স্থলে গেলে লাশের কোন অভিযোগ না থাকায় পরিবারের তাছে লাশ হস্তান্তর করেন।
CBALO/আপন ইসলাম