বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জে ২৫ জেলের কারাদন্ড, ৬০ হাজার মিটার জাল ও ২০ কেজি মাছ জব্দ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ১২:১৯ অপরাহ্ণ

খন্দকার মোহাম্মাদ আলী:

সরকারী নিষধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে ২৫ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) রাতে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আনিসুর রহমান এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, বেলকুচি উপজেলার বেলকুচি গ্রামের সোহেল রানা (২৬), ছাইদুল (৩২), জানে আলম (৩৪), পাকরতলা গ্রামের মসলেম (৪৩), দশখাদা গ্রামের সোহেল রানা (২৫), চর বেল গ্রামের বেলাল (৩৫), গোপালপুর গ্রামের জহুরুল (৩৫), মূলকান্দি গ্রামের শাহাদাৎ (৩০), ¶িদ্রমাটিয়া গ্রামের শরিফুল (১৯), আলহাজ্ব (২৮), বালিয়াপাড়া গ্রামের মনিরুল (২০) চৌহালী উপজেলার সদিয়া চাদপুর গ্রামের হাচেন (৪৫), মাঝগ্রামের সবুজ (২৪), ইয়াকুব (২১), খাসকাউলিয়া গ্রামের আবু বক্কার (৩৫), ব্র¶ণগ্রামের আঃ কাদের (১৯), আজিজুল (৪৫), তারিকুল্লাহ(৫৮) বারবালা গ্রামের রবিউল (২০), টাংগাইল সদরের রশিদপুর গ্রামের গ্রামের শাহিন (৩৫),ফারুক (৩০), মালেক (২০), শাহজাহদপুর উপজেলার জালালপুর গ্রামের আলী (৩০), ফিরোজ (৫০), ছারোয়ার (৪০),।

উক্ত আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, শনিবার দিনভর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ২৫ জনকে আটক, ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ২৫ জনকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ হাসান মাহমুদুল হক ও বেলকুচি থানা পুলিশের সদস্যবৃন্দ।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর