মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া এবারে মোট ৮৭টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পৌর এলাকায় ২৮টি পুজা মন্ডপে দুর্গা পুজা হচ্ছে। আজ শনিবার মহা অষ্টমীতে আবহাওয়া কিছুটা দুর্যোগপুর্ণ থাকলেও মন্ডপগুলোয় বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের এসেছেন। মন্ডপগুলোয় বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু কিশোরেরা দেবী দুর্গাকে প্রণাম শ্রদ্ধা জানান। আইন শৃংখলা রক্ষার্থে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক টহল দিচ্ছেন। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গৌতম দত্ত বলেন প্রতিটি মন্ডপে করোনা সচেতনতায় মাস্ক ব্যবহার করা এবং অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছে।
CBALO/আপন ইসলাম