বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ার মন্ডতোষ ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী ”স্বপন” এখন ভোটারের দ্বারে দ্বারে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনা জেলার ভাঙ্গুড়ার মন্ডতোষ ইউনিয়ন পরিষদ র্নিবাচনে  ০৯ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মোঃ স্বপন হোসেন গত বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্ধের জন্য জমা দিলে আজ রবিবার তা চুড়ান্ত হয় ।  এবং মেম্বর পদপ্রার্থী মোঃ স্বপন হোসেন ফুটবল মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

আগামী ২০ অক্টোবর উপজেলার মন্ডতোষ ইউনিয়নের র্নিবাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে মন্ডতোষ ইউনিয়ন পরিষদ র্নিবাচনে  ০৯ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. স্বপন হোসেন (ফুটবল মার্কা) ও মো. আব্দুস সালাম ( মোরগ মার্কা)  । মোঃ আব্দুর রাজ্জাক (রাজাই) ০৯ নং ওয়ার্ডের মেম্বর ছিলেন । বিগত সালে তাহার মৃত্যুর পর উপ-নির্বাচনে আব্দুর রাজ্জাকের বড় ছেলে মোঃ পবন হোসেনও মেম্বর ছিলেন ।

ওয়ার্ডের প্রতি বাড়িতে বাড়িতে, রাস্তা, দোকান সহ চায়ের স্টলে লিফলেট, পোস্টার বিলিত ও ভোট ভিক্ষায় ব্যস্ত রয়েছেন মেম্বর প্রার্থী নিজে ও তার কর্মী-সমর্থকরা। তবে বসে নেই ভোটররা। কাকে ইউনিয়ন প্রতিনিধি বানাবেন এ নিয়ে করছেন চিন্তাভাবনা ও চলছে জল্পনা কল্পনা।

২১ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বাংলাদেশ আওয়ামীলীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন র্বোডের সভা শেষে প্রেস বিজ্ঞপ্তির মাধমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর উপজেলার মন্ডতোষ ইউনিয়নের র্নিবাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে চলছে চায়ের দোকানে আড্ডা আর প্রার্থী নির্বাচনের জল্পনা কল্পনা।

মন্ডতোষ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো. আফসার আলী (আওয়ামী লীগ), নুর ইসলাম মিন্টু (স্বতন্ত্র), মো. জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র), মো. আকরাম হোসেন মাস্টার (বিএনপি) ও বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রশিদ (স্বতন্ত্র)। এর মধ্যে সংরক্ষিত আসনে আটজন ও সাধারণ ৩১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মন্ডতোষ ইউনিয়ন পরিষদ র্নিবাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত মোঃ আফছার আলী চেয়ারম্যান মন্ডতোষ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও গত ইউপি র্নিবাচনে র্বতমান চেয়ারম্যান আব্দুর রশিদের নিকট পরাজিত হয়েছিলেন।

এব্যাপারে মেম্বর পদপ্রার্থী মোঃ স্বপন হোসেন মন্ডতোষ ইউপি র্নিবাচনের ০৯ নং ওয়ার্ডের সকল ভোটার সহ সকলের দোয়া, সমর্থন ও ভোট চেয়েছেন ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর