বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৫:২৫ অপরাহ্ণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে ভাঙ্গুড়া ও মন্ডতোষ দুই ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসনের প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময়  নিজ নিজ ইউনিয়ন পরিষদের স্ব-স্ব প্রার্থীদের সাথে তাদের সমর্থকবৃন্দ উপস্থিত ছিল।

উপজলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর  ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হবে। আর এই ভোট গ্রহণকে সামনে রেখে এ দুই ইউনিয়ন পরিষদের ভোটাদের মধ্যে নানান আলোচনা ও কৌতুহলের শেষ নেই। ৩ অক্টোবর ছিল মনোয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে  দুই ইউনিয়ন পরিষদের ১০ জন চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে শুধুমাত্র ভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বর্তমানে ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেবেন আওয়ামী লীগ বিএনপিসহ মোট ৪জন। তারা হলেন- আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত মো. বেলাল হোসেন খাঁন। তার প্রতীক নৌকা। বিএনপি সমর্থিত মো. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ। তার প্রতীক ধানের শীষ। স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম ফারুক টুকোন। তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক। অপর স্বতন্ত্র প্রার্থী জাহিদুজ্জামান তিনি পেয়েছেন আনারস প্রতীক।

অপরদিকে মন্ডতোষ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী পাঁচজনের মধ্যে কেহই ৩ তারিখে তাদের মনোনয়ন প্রত্যাহার করেন নি। তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আফছার আলী। তার প্রতীক নৌকা। বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আকরাম হোসেন। তার প্রতীক ধানের শীর্ষ। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নুর ইসলাম মিন্টু। তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক। স্বতন্ত্র অপর চেয়ারম্যান প্রার্থী  আব্দুর রশিদ। তিনি পেয়েছেন আনারস প্রতীক। স্বতন্ত্র অপর চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন পেয়েছেন মোটর সাইকেল প্রতীক।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার রোকসানা নাসরিন জানান, ভাঙ্গুড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯জন , সাধারণ আসনে ২৯ জন। অপরদিকে মন্ডতোষ  ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা আসনে ৮জন, সাধারণ আসনে ২৫জন প্রার্থী রয়েছেন। সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ শেষ হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর