হিমেল চন্দ্র রায়,নীলফামারি জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সদর উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। অাজ রবিবার সকাল ১২টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার কৃষকদের নিকট থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের জন্য কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নীলফামারীর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এলিনা অাখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত লটারী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী পৌরসভার মেয়র ও বাংলাদেশ অাওয়ামীলীগ নীলফামারী জেলার সভাপতি, দেওয়ান কামাল অাহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা খাদ্য কর্মকর্তা কাজী সাইফুদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চন্দ্র চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, শাহ্ মোঃ শাহেদুর রহমান, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মঞ্জু, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দীন প্রামানিক প্রমুখ। উক্ত সকল কার্যক্রম বাস্তবায়ন করেন, উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি, নীলফামারী সদর উপজেলা।
এ বছর নীলফামারী সদর উপজেলায় মোট ৪ হাজার ৯শ ১১ জন কৃষকের নিকট থেকে প্রতিজন এক মেট্রিক টন হিসেবে ৪ হাজার ৯শ ১১ মেট্রিক টন বোরোধান সংগ্রহ করা হবে।
জেলায় মোট ১৬ হাজার ৭শ ৯৮ মেট্রিক টন বোরোধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি বোরো ধান ক্রয় করা হবে ২৪ টাকায়।
এ বছর সিদ্ধ চাল ১৯ হাজার ৬শ ১২ মেট্রিক টন ক্রয় করা হবে, প্রতি কেজি চাল ক্রয় করা হবে ৩৬ টাকায়। অাতব চাল ক্রয় করা হবে ১১ শত ৫৪ মেট্রিক টন, প্রতি কেজি আতব চাল ক্রয় করা হবে ৩৫ টাকায়। এছাড়াও ধান সংগ্রহের জন্য জেলা খাদ্য অফিসে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করা হয়। এসময় ১ টন ধান ও, ৫ টন ১০ কেজি চাল ক্রয় করা হয়।