মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষি কাজে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় কৃষককে অর্ধেক মুল্যে অত্যাধুনিক কোম্বাইন হারভেষ্টার মেশিন প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন রোববার (১৭ মে) বিকেলে উপজেলা কৃষি বিভাগ চত্ত¡রে এক কৃষকের হাতে কম্বাইন হারভেষ্টার মেশিনের চাবি হস্তান্তর করেন।
এসময় উপজেলা কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী , এসিআই কোম্পানীর প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সুত্র জানায়, প্রতিটি এসিআই কোম্পানীর কোম্বইন হারভেষ্টার মেশিনের মূল্য ১২ লাখ টাকা। বর্তমান কৃষিবান্ধব সরকার অর্ধেক মূল্য ভর্তুকি দিয়ে ৬লাখ টাকায় কৃষকদের মাঝে বিতরণ করছেন।
উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের মোঃ সামশুল আলমের পুত্র মোঃ সাদেকুল ইসলাম ভর্তুকি মূল্যে মেশিনটি ক্রয় করেন। বর্তমানে কৃষিকাজে দিনমজুরের অভাব। চাষাবাদ হচ্ছে বৈজ্ঞানক পদ্ধতিতে। এ মেশিন ব্যবহারে কৃষকদের ব্যয় অনেকটা কমে আসবে। কৃষি অফিসার বলেন, এ মেশিন দিয়ে ধান-গম কাটা মারা সহ বস্তাবন্দী করা যাবে।