বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

পাবান-৪ আসনে উপ- নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত ; বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৩ পূর্বাহ্ণ

রফিকুল ইসলাম সজীব, স্টাফ রিপোর্টারঃ

পাবনা-৪ আসনের উপ-নির্বাচন আাগামী ২৬ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ প্রার্থীদের সর্বশেষ প্রচার প্রচারণা ভোটারদের নিকট গিয়ে ভোট চাইছেন নেতা কর্মীরা। পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক অপরাধ দমন সংস্থার পাবনা জেলা শাখার সভাপতি, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন বলছেন নৌকার বিজয় হবেই ইনশাআল্লাহ। তিনি বলেন আওয়ামীলীগ সরকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে বাংলাদেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। দেশের উন্নয়নে আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত পাবনা-৪ আসনে উপ-নির্বাচনে প্রার্থী আলহাজ নূরুজ্জামান বিশ্বাসকে জয়যুক্ত করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন আরো বলেন আমরা ভোটারদের কাছে গিয়ে বুঝতে পেরেছি মানুষ আওয়ামীলীগকে কত ভালোবাসে দেশরত্ন শেখ হাসিনাকে কত ভালোবসে।

 

ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবে বলে আশা ব্যক্ত করেছেন বলে জানান তিনি। আজ শেষ দিনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের পক্ষে ইশ্বরদী উপজেলার মাঝপাড়া ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের নিকট নৌকা প্রতীকে ভোট চান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন । এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত রুপনগর থানা ছাত্রলীগেরর উপ-ছাত্রবৃত্তি বিষয় সম্পাদক রফিকুল ইসলাম সজীব, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পাবনা জেলা শাখার ছাত্র-বিষয়ক সম্পাদক ও পাবনা পৌর ছাত্রলীগের সদস্য মিরাজুল ইসলাম, পাবনা পৌর ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক অন্তর,বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশন আটঘরিয়া উপজেলা শাখার আহ্বায়ক শাকিল খান, যুগ্ন-আহবায়ক জাহিদুল ইসলাম সদস্য সচিব তৌফিক ইসলাম অন্তর উপজেলা ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশন এর নেতাকর্মীরা।

 

এর পূর্বে বীর মুক্তিযোদ্ধা আ.স.ম পাকন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাসের পক্ষে ১৯ শে সেপ্টেম্বর বিকালে আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন ও কড়ইতলা বাজারে, ২০ শে সেপ্টেম্বর বিকালে ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া, বাঁশেরবাধা, সলিমপুর, সাহাপুর ও বিবিসি বাজার সহ বিভিন্ন এলাকায়, ২২ শে সেপ্টেম্বর বিকালে আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর, শ্রীপুর, বাবুর বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন এই প্রবীন রাজনৈতিক নেতা।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর