মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বোরো ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।শনিবার ১৬ মে ২০২০,সকালে ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল ৬, আসনের সংসদ সদস্য জনাব আহসানুল ইসলাম টিটু।
সরকারি নির্দেশনানুযায়ী কৃষক ও মিলারদের নিকট হতে ২৬ টাকা কেজি দরে বোরো ধান ও ৩৬ টাকা কেজি দরে চাউল ক্রয় করা হবে বলে জানা যায়। এ বছর নাগরপুরে ২৭৪১ মেট্রিক টন ধান ও ১০৯৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সময় এমপি টিটু বলেন, শেখ হাসিনার সরকার কৃৃষি বান্ধব সরকার। প্রান্তিক কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে কারণে সরকার ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। ধান কাটার খরচ কমাতে এ বছর নাগরপুরে কৃষকদের অর্ধেক দামে কম্বাইন হার্ভেস্টার মেশিনও সরবরাহ করা হয়েছে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) তারিন মসরুর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আলম চাঁদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, খাদ্য নিয়ন্ত্রক আইয়ুব রায়হান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, গনমাধ্যমকর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।