ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সিরাজগঞ্জ :
প্রবল বর্ষনে যমুনায় পানি বৃদ্ধি পাওয়ার পর আবারও সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুর“ করেছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৬ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে সিরাজগঞ্জ পয়েন্টে পানি ১৩.৩৫ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১৫.২৫ সেন্টিমিটার রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিৎ কুমার সরকার জানান, যমুনার পানি বিপদ সিমার সিরাজগঞ্জ পয়েন্টে ৬৮ ও কাজিপুর পয়েন্টে ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যমুনার পানি বেশ কিছুদিন ধরেই প্রবল বর্ষণের কারণে বৃদ্ধি ও কমছে। গত ১ সপ্তাহ ধরে আবার পানি বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমান বিপৎসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই।
#CBALO/আপন ইসলাম