খাগড়াছড়ির রামগড়ে হেনা-বেলায়েত স্মৃতি রাত্রিকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার(২৭ ডিসেম্বর) রাতে রামগড় মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচটি নজিরটিলা একতা সংঘ বনাম ফাইভস্টারের মধ্যে অনুষ্ঠিত হয়।ফাইভস্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নজিরটিলা একতা সংঘ।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নজিরটিলা একতা সংঘ ।ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য ফাইভস্টার টিমকে ১৫২ রানের টার্গেট দেয় তারা।নির্ধারিত ওভারে সব উইকেট হারিয়ে ফাইভস্টার দল ১১৪ তুলতে সক্ষম হয়।টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন নজির টিলা একতা সংঘের মোহাম্মদ শাকিল এবং ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের মোহাম্মদ মনসুর।
হানিফ মিয়ার সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন আলী আকবর,আব্দুল ওহাব জুয়েল ও মোহাম্মদ রায়হান।
আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইশতিয়াক মোর্শেদ ভুঁইয়া সেজান,মোঃমাসুদ রানা, মোঃনাঈম, নুরুল আফসার, মোঃমেহেদী হাসান, মুজিবুর রহমান রকি, ইবনে নুর নাহিদ আলভী,মোঃসাহালম, ইসরাফিল জনি।
ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ ১০ হাজার টাকা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ লালন হাসনাত মোর্শেদ ভূইয়া,রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারন সম্পাদক শাফায়াত মোর্শেদ ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শেফায়েত উল্ল্যাহ,পৌর বিএনপির সভাপতি মো:জসিম উদ্দীন,সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সহ অনেকে।
উল্লেখ্য,গত ২২ ডিসেম্বর হেনা-বেলায়েত স্মৃতি রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়।রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ভূঁইয়া এবং তার সহধর্মিনী মরহুমা হেনা বেলায়েতের স্মরণে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।