শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

সরজমিনে চিকিৎসকদের অনুপস্থিত ও রোগীদের অভিযোগ মেলে ;  চলনবিলের তাড়াশ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ৭:০৬ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি, চলনবিল:

চলনবিল অধ্যুষিত অনুন্নত এলাকার মানুষের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল ৫০ শয্যা বিশিষ্ট তাড়াশ উপজেলা হাসপাতালে আডটডোরে কর্মরত ডাক্তা দের অনুপস্থিতিতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সরজমিনে গত বৃহস্পতিবার ও শনিবার ২দিন তাড়াশ উপজেলা হাসপাতালে আডটডোরে কর্মরত ডাক্তারের অনুপস্থিতি ও রোগীদের সেবা না পাওয়ার অভিযোগ মিলেছে । সংশ্লিষ্সুত্রে ও সরজমিনে জানা যায়, গত ৩ সেপ্টম্বর বৃহস্পতিবার তাড়াশ উপজেলা হাসপাতালে গিয়ে দেখা যায়, আডটডোরে কর্মরত একজন ডাক্তার হিসাবে রোগী দেখছেন মোঃ মিজানুর রহমান আর ২ জন মেডিকেল এ্যাসিসসেন্ট ও স্বাস্থ্য সহকারী মোঃ মাজেদুর রহমান ও বিউটি খাতুন ও ১ জন হারবাল ডাক্তার উপস্থিত রয়েছে।

 

একজন মাত্র এম,বি,বি,এস ডাক্তার উপস্থিত থাকলে ও অন্যদের অনুপস্থিতি পাওয়া যায় ।আউট ডোরে আসা ভাদাস গ্রামের মুকুল হোসেনসহ অনেক রোগীরা এম,বি,বি,এস ডাক্তার কে রোগী দেখানোর ইচ্ছা থাকলেও দেখাতে না পেরে অসন্তোষ প্রকাশ করেন। গত ৫ সেপ্টম্বর শনিবার সকাল ১১টা ৩৫ মিনিটে তাড়াশ উপজেলা হাসপাতালে আডটডোরে গিয়েই আগেই দিনের মতো কর্মরত ২ জন মেডিকেল এ্যাসিসসেন্ট ও স্বাস্থ্য সহকারী মোঃ মাজেদুর রহমান ও বিউটি খাতুন পাওয়া যায় । একজন এম,বি,বি,এস ডাক্তার মোঃ মিজানুর রহমান আডট ডোর থেকে বাহিরে গেছেন বলেন জানান স্বজনের চিকিৎসা নিতে আসা উপজেলার দোবিলা ইসলাম ডিগ্রী কলেজের ভাইস পিন্সিপাল মোঃ আবুল কালাম আজাদ । তিনি অভিযোগ করেন ওনার মায়ের চিকিৎসার পরীক্ষার রিপোর্ট নিয়ে এসে আউটডোরে কোন এম,বি,বি,এস ডাক্তার পান নি ডাক্তার মিজানুরের জন্য অপেক্ষায় আসেন। উপজেলার বিরৌহালী গ্রামের নুর ইসলাম জানান তার ফুপা কে নিয়ে হাসপাতালেন আসেন এবং রোগীর উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতাল থেকে এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন ।

 

তিনি জানান হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডাঃ মোঃ জামাল উদ্দিন মিয়া নেই এবং ডাক্তাররা বেশির ভাগ অনুপস্থিত রয়েছে । হাসপাতাল সুত্রে জানা যায় এই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তাসহ ১৭ জন মেডিকাল অফিসারের মধ্যে ৫ জন শুন্য থাকায় ১২ জন কর্মরত থাকলেও ১২ জনের মধ্যে ৪জন অন্যত্র ডেপুটেশনে রয়েছে । তবে গত ২দিনে ২জন ডাক্তারের উপস্থিতি থাকলে ও অন্য ৬ জন এর অনুপস্থিতি রয়েছে । সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম কে জানালে তিনি খোজ নিয়ে জানান আউট ডোরে ডাঃ মিজান ও উপর তলায় নুসরাত জাহান ডিউটি আছেন । তবে বাকীদের বিষয়েতিনি সদুত্তর দেননি । ৫ সেপ্টম্বর শনিবার হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডাঃ মোঃ জামাল উদ্দিন মিয়া ও নেই তিনি ঢাকায় অবস্থান করছেন বলে অফিসুত্র জানায়।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর