মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের উদ্যোগে বোর ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে ২০২০, উপজেলা মিলনায়তনে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, এ বছর নাগরপুরে কৃষকের নিকট থেকে প্রায় ২০০০ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার প্রতি কেজি ২৬ টাকা দরে কৃষকের নিকট থেকে ধান ক্রয় করবে সরকার। এ সময় ধান ক্রয় কার্যক্রম স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য তিনি গনমাধ্যমকর্মী, কৃষি বিভাগ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসাইন শাকিল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আইয়ুব রায়হান, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভাড়রা ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার, গনমাধ্যমকর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।