মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

যশোর – মাগুরা সড়কে বাস দুর্ঘটনায় খুলনায় কর্মরত পুলিশসহ আহত ১০

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ১০:১২ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের বাঘারপাড়ায় যশোর-মাগুরা সড়কে ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দিয়ে ১০ জন যাত্রী আহত হয়েছে। এরমধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে, আহত ওই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার ভোর ৬ টার দিকে মহাসড়কের কৃষ্ণপুর-সাদিপুর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৩০২২) নম্বরের বাসটি শুক্রবার রাতে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে খাজুরা এলাকার কৃষ্ণপুর-সাদিপুর নামকস্থানে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগিনি গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের ও পিছনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এ দূর্ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠায়। এরমধ্যে খুলনা কেএমপিতে কর্মরত রাকিবুল হাসান (২০) নামে এক পুলিশ সদস্য রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জুম্মান খান জানান, খবর পেয়ে বাসটিতে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে যেয়ে বাসের ড্রাইভার ও হেলপারকে পাওয়া যায়নি। বাসটি বর্তমান পুলিশ হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর