মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরের চৌগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছা-মহেশপুর সড়কের বাথানগাছি বেলেমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চৌগাছা উপজেলার হিজলী গ্রামের রফি উদ্দিনের ছেলে রকি (২২) ও আলি হোসেনের ছেলে ইসমাইল (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছা-মহেশপুর সড়কের বাথানগাছি বেলেমাঠ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।