মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

গোয়াল ঘরে আগুনে পুড়ে মারা গেল সাংবাদিকের গরু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ১:৪৬ অপরাহ্ণ

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের চারআনীপাড়ার বাসিন্দা সাংবাদিক জহিরুল ইসলাম এর গোয়াল ঘরে আগুন লেগে দুইটা গরু সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গোয়াল ঘরে থাকা দুই গরুর মাঝে একটি গরু ঘটনার সময় আগুনে পুড়ে মারা যায়। অপর গরুর পুড়ে গেছে শরীরের প্রায় ৭০ শতাংশ এবং তার অবস্থা সংকটাপন্ন। বুধবার (২৬ আগষ্ট) রাত আনুমানিক ৪টার সময় এ ঘটনা ঘটে। ভোরের বার্তার নান্দাইল উপজেলা প্রতিনিধি ও নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সদস্য জহিরুল ইসলাম জানান, গোয়াল ঘরের পাশেই রান্নাঘর হতে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যেই আগুন রান্নাঘর ও গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে।

 

পরে স্থানীয়দের সহযোগিতার প্রায় ৩০মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময়ে গোয়াল ঘরে থাকা দুই গরু ও রান্না ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। ফায়ার সার্ভিস স্টেশনে ফোনে কথা বললে তারা জানান, রাত ৪টার দিকে নান্দাইল বাসস্ট্যান্ডে একটি বাড়িতে আগুন লাগার খবর আসলে আমাদের টীম ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর