মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণিতে পড়–য়া এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টপাড়া গ্রামে। পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা প্রায় ১১টার দিকে প্রতিবেশী শিশু বন্ধুমহল সহ পাল্টাপাড়া গ্রামের বরুণ চন্দ্র বর্মনের একমাত্র পুত্র আলোয়াখোয়া আদর্শ কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী রুপক চন্দ্র বর্মন(৯) বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়।
সে সাঁতার জানতো। শিশু বন্ধুদের সাথে পুকুরে খেলার ছলে সাঁতার দিয়ে পুকুরের মাঝখানে গিয়ে শিশু রুপক ক্লান্ত হয়ে পড়ে। পুকুরে হাবুডুবু করতে দেখে এক বন্ধু পুকুর থেকে উঠে দৌড়ায় বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরিবারের লোকজন দৌড়ায় এসে দেখে রুপক(৯) পানির নিচে তলিয়ে গেছে। পুকুর হতে শিশু রুপকের নিথর দেহ উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন । আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন পুকুরের পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।