ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে ফারজানা আক্তার (৮) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ফারজানা উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খামাড়গাঁও গ্রামের আবদুল্লাহ আল মামুনের কন্যা । ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল চারটার দিকে। স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান জানান,খালাতো ভাই মোনায়েম (৬) সহোদর ভাই মাহিন (৫) সহ তিনজনে মিলে বাড়ির পুকুরের অল্প পানিতে খেলা করছিল। হঠাৎ ফারজানা পুকুরের গভীরে চলে যায়, সাথে থাকা দুইজন দ্রুত বাড়িতে গিয়ে খবর জানায় ফারাজানা পুকুরে ডুবে গেছে। বাড়ির লোকজন ২ ঘন্টা চেষ্টা করেও শিশু ফারজানাকে তোলতে ব্যার্থ হয়।
অবশেষে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নান্দাইল ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বিকাল চারটায় ফারজানার লাশ তুলতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান মোঃ মোস্তফা কামাল জানান, প্রায় ৪০ ফুট গভীরের পুকুরের তলায় চলে যাওয়ার উদ্ধারেে করতে অনেক সময় লেগেছে। এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।