সিরাজগঞ্জের এনায়েতপুরে আল মদিনা নূরানী ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের ২০২৫ সালের ফলাফল প্রকাশ ও প্রবিত্র কুরআনের সবক প্রধান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় এনায়েতপুর কাপড়ের হাটের দক্ষিণ পাশে নিজস্ব মাদ্রাসা হল রুমে ফলাফল প্রকাশ ও কুরআনের সবক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্য মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ লিয়াকত আলী আজহারী, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তামাই ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা মোঃ আলী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী,মোঃ ইসাহাক হোসেন রুবেল,আলহাজ্ব মোঃ আকছেদ আলী। আরও উপস্থিতি ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষকগণ।