ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে সাতসকালে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। স্থানীয়রা জানান, সকাল ছয়টার দিকে উপজেলার তসরা নামক স্থানে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এই ঘটনা ঘটে। নান্দাইল ফায়ার সার্ভিসের লিডার আবু বকর ছিদ্দিক জানান, ঢাকা মেট্রো ট- ১৫-৭৩৩০ নামক একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। কিশোরগঞ্জের পাকুন্দিয়াগামী গরু বোঝাই ঢাকা মেট্রো ঢ- ১৪- ৪৩৫৭ গাড়িটি পিছন দিয়ে সজোরে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র মোস্তাকিম (১৯)একই গ্রামের আঃ খালের পুত্র সাইদুল নিহত হয়েছে। গাড়িতে লোকছিল পাঁচজন একজন ঘটনাস্থলেই মারা গেছে, অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। দুজন সামান্য আহত স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহণ করেছে। আরও এক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে থানার ওসি মনজুরুল হক জানান, ট্রাকে ২৫ টি গরুছিল মধ্যে ৪ টি মারা গেছে, তিনটি স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জবাই করেছে। গাড়ি আটক হলেও চালাক পালাতক রয়েছে।৷