বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

সলঙ্গায় গরু ব্যবসায়ী খতিব হত্যার ৪ আসামী গ্রেফতার

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গায় গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ ওরফে খতিব (৪০) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং ঘটনার সঙ্গে জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে।
গত ৯ নভেম্বর বিকেলে বাড়িতে ফেরার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি খতিব। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরবর্তীতে ১২ নভেম্বর সকালে ফুলজোর নদীতে স্থানীয়রা হাত-পা ও কোমরে ইট বাঁধা অবস্থায় ভাসমান একটি লাশ দেখতে পান। লাশটি খতিবের বলে শনাক্ত করেন খতিবের
পরিবার । এ ঘটনায় সলঙ্গা থানায় হত্যা মামলা রুজু হয়।
পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তদন্তে আসামীদের শনাক্ত করে। পরে তারা মাসুদ রানা,ফরিদুল ইসলাম,শাহিনুর খাতুন এবং রফিকুল ইসলামকে পৃথক স্থান থেকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা জানায়,টাকা লেনদেন এবং ব্যক্তিগত সম্পর্কজনিত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে খতিবকে হত্যা করা হয়। আসামী শাহিনুর খতিবকে নদীর ঘাটে ডেকে নেয় এবং ঘুমের ওষুধ মেশানো স্পিরিড পান করায়। অচেতন হয়ে পড়লে অন্য আসামীরা চাদর পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে হাত-পায়ে ইট বেঁধে নৌকায় করে লাশ নদীতে ফেলে দেয়।
গ্রেফতারকৃত ৪ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর