সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাজাহানপুর ফুটবল মাঠে ১৬ নভেম্বর রবিবার
বিকেলে চারটায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ অন্যায়ের সামনে মাথানত করবে না। বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দেওয়া হবে না এবং ভারতের নির্দেশে দেশ পরিচালিত হবে না। যে দলই ভারতের তাঁবেদারি করেছে তাঁরাই নিঃশেষ হয়ে গেছে। নতুন করে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, এবার ভোট চোরদের জনগণ প্রতিহত করবে। জনগণ কোনো দূর্নীতিবাজ, চাঁদাবাজদের ভোট দিবে না। জনগণের রায় যাতে কেউ হাইজ্যাক করতে না পারে, ভোট ডাকাতি যাতে না হয়—সেদিকে প্রত্যেক জামায়াত নেতা-কর্মীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সমাবেশে পঞ্চক্রোশী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন। উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উল্লাপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফর রহমান, উল্লাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর বাবলু ভৌমিক।