মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

ইয়াকুব আলী মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে ইয়াকুব আলী মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ওই স্কুল প্রাঙ্গনে আলোচনা শেষে ১৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেন অতিথিবৃন্দ।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক রুহুল করিম আব্বাসী। বিশেষ অতিথির বক্তব্য দেন অফিসার্স ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন, শিক্ষক শাহজাহান আলী ও সাংবাদিক আলী আক্কাস। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক মো. ইয়াকুব আলী।

বক্তারা বলেন, “স্মার্ট ফোন বাচ্চাদের হাতে দিবেন না, পড়ার ক্ষতি হয়। তাদের মস্তিষ্ক বিকাশের গল্প শোনাবেন। পরিচ্ছন্ন মানসিক চিন্তা চেতনায় ও পরিবেশে খাপ খাইয়ে সন্তানদের সুশাসনের মাধ্যমে গড়ে তুলুন। তবেই কাক্সিক্ষত ফলাফল আসবে। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ।”

দিনব্যাপী এই অনুষ্ঠান ঘিরে নানা আয়োজনে সাজে স্কুল প্রাঙ্গন। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর