নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গায় স্বরসতী নদীর পানিতে ডুবে উর্মিলা রানী হালদার (৪০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল হালদার পাড়া গ্রাামে এ ঘটনা ঘটে। নিহত নারী ঐ গ্রামের চন্ডি চরন হালদারের স্ত্রী। স্থানীয় ও স্বজনেরা জানায়, উর্মিলা রানী হালদার সকালে বাড়ির পাশে স্বরসতী নদীতে কাপড় পরিস্কার করতে নদীতে যায়।
১১ টা বেজে গেলেও তিনি ঘরে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকে। পরে তার ১২ টার দিকে লাশ নদীর পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো: তাজুল হুদা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।