শামীম হাসান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশ ইউনিয়নের মাঝাইর গ্রাম নিবাসী হযরত আলীর দেড় বছর বয়সী শিশু পুত্র ছোয়াদ গতকাল পানিতে ডুবে মারা যায়। সকালে মায়ের সাথে গোসলে গেলে সে পানিতে পড়ে যায়। তৎক্ষনাৎ মা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। একই দিনে দুপুরের দিকে বাচ্চাদের সাথে খেলার সময় হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না।
বাড়ির সকলে অনেক খোজাখুজির পর তাকে বাড়ির পাশের বাশঁ বাগানে খুড়া গর্তে জমে থাকা পানিতে পড়ে থাকতে দেখা যায়।সেখান হতে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। শিশুপুত্র ছোয়াদের মৃত্যুতে আর সন্তানহারা মায়ের আহাজারিতে শোকের মাতম সৃষ্টি হয় হযরত আলীর বাড়িতে।