মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরে ভৈরব নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাহুল ( ১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সে যশোর সদর উপজেলার শাহাবাজপুর গ্রামের রূপলালের ছেলে। হাসপাতল ও স্থানীয় সুত্রে জানা গেছে, সদর উপজেলার শাহাবাজপুর গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদে বুধবার দুপুরে রাহুল গোসল করতে যায়। এসময় সে পানিতে ডুবে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷ তিনি বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷