এস এম সোহাগ রানাঃ তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
তালা উপজেলায় পাটকেলঘাটায় মেয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে খুলনা সাতক্ষীরা মহাসড়কে ভৈরব নগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে নিহত এলাহী বক্স (৭৫) নামে এক বৃদ্ধ। নিহত ওই বৃদ্ধ থানার দুর্গা ঠাকুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার উনিশে আগস্ট বিকাল তিনটার দিকে থানার ত্রিশমাইল মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি বড়কাশিপুর পায়ে হেঁটে ফেরার পথে মহাসড়কে ভৈরব ভৈরব নগর নামক স্থানে খুলনাগামী ট্রাক (ঢাকা মেট্রো – ট ১৮-১৯৭১) ট্রাকটি পিছন থেকে এসে বৃদ্ধকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ সময় উক্ত ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক এসআই সুব্রত কুমার সাহা জানান নিহত লাশ ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করেন জানান। এ বিষয়ে হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।