চলনবিলের আলো বার্তাকক্ষ:
ঢাকার উত্তরা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল কালের সংবাদ এর অফিস ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাপ্তাহিক চলনবিলের আলো ও দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চলনবিলের আলো ডটকম পরিবারের সদস্য বিন্দু।তার সাথে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
জানা গেছে, কালের সংবাদ’র (অনলাইন নিউজ পোর্টাল) অফিসে রবিবার (১৬আগষ্ট) সন্ধ্যা ৭টায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। খালেকুজ্জামান (৩৮) ও তার সহোদর ভাই খাইরুল ইসলাম (৪২) দলীয় প্রভাব খাটিয়ে তাদের একদল সন্ত্রাসী এসে কালের সংবাদ’র অফিস ভাংচুর করে এবং কালের সংবাদ’র সম্পাদক’কে মারধর করে। জানা যায়, খালেকুজ্জামান ও খাইরুল পাবনা জেলার বাসিন্দা।
সন্ত্রাসীরা অফিসের সিসি টিভি ক্যামেরার তার খুলে ফেলে এই সন্ত্রাসী হামলা ঘটায়। যাহাতে এই ঘটনার কোন প্রমাণ না থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক সন্ত্রাসী দলের একজন ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে পরিচয় দেয়। এবং দেশরত্ন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় এর ঘনিষ্ঠ বন্ধু বলেও দাবি করেন। পূর্ব শত্রুতার জেরে জোর পূর্বক ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং চাঁদা দাবী করেন । তাছাড়া, ঐ সন্ত্রাসীরা কালের সংবাদ’র সম্পাদক, তার পরিবারসহ প্রধান বার্তা সম্পাদক’কে জীবন নাশের হুমকি দেয়। এছাড়াও ঐ নেতা বলেন, এ বিষয়ে মামলার আশ্রয় নিলে তোদের বিপদ হবে ।
কালের সংবাদ’র অন্য প্রতিষ্ঠান খিরসীন গ্রুপ টেক্সটাইল এর অফিস একই স্হানে হওয়ায় গুরুত্বপূর্ণ কিছু স্যাম্পল (কাপড়) নিয়ে যায়। যা বাংলাদেশের রাপ্তানী আয় বাড়াতে বাঁধা সৃষ্টি করেছে।
কালের সংবাদ’র সম্পাদক জানান, আমি ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা সন্ত্রাসী হামলার কারণে চরম আতংকে ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনপ্রয়োগকারী সংস্হার নিকট জান মালের নিরাপত্তার দাবী জানান প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ।