দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় “ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বীরগঞ্জ এপি কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় যুবকদের ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিংয়ের ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হয়, যা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবার্ট কমল সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ যুবকদের কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষিত যুবকরা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখতে পারবে। প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা টিএমএসএস এই প্রশিক্ষণে সার্বিক সহায়তা প্রদান করেছে।
প্রশিক্ষণার্থীরা সনদপত্র হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, “বর্তমান যুগ কারিগরি শিক্ষার যুগ। আমাদের যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হলে তাদের হাতে কলমে শিক্ষা দিতে হবে। ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিংয়ের মতো প্রশিক্ষণগুলো যুবকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে। আমরা আশা করি, এই প্রশিক্ষণপ্রাপ্তরা শুধু নিজেদেরই নয়, এলাকার মানুষেরও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে রবার্ট কমল সরকার বলেন, “যুবকদের দক্ষ করে তোলা আমাদের সামাজিক দায়িত্ব। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও টিএমএসএস-এর সহযোগিতায় আমরা এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এই যুবকরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী মৌন রায় বলেন, “এই প্রশিক্ষণটি আমাদের জন্য খুবই উপকারী ছিল। আমরা হাউজ ওয়্যারিংয়ের অনেক নতুন বিষয় শিখতে পেরেছি, যা আগে আমাদের জানা ছিল না। এই জ্ঞান কাজে লাগিয়ে আমরা এখন নিজেদের গ্রামেও কাজ করতে পারব এবং নিজেরা কিছু রোজগার করতে পারব।”