মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক্টর ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের চালক আনসার আলী(৩৫) নিহত হয়েছে। তিনি পার্বতীপুর উপজেলার হাবড়া রসুলপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। পুলিশ জানায় রবিবার দুপুর ২টায় ঐ মোটর সাইকেল চালক তার এক আত্মীয়কে নিয়ে মোটর সাইকেল যোগে নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জ অভিমুখে যাওয়ার পথে নবাবগঞ্জ-আফতাবগঞ্জ সড়কের চকদলু মোড় নামক স্থানে পৌছিলে অপর দিক থেকে আসা একটি ইট বহনকারী ট্রাক্টরের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মটর সাইকেল চালকের মৃত্যু হয়। এঘটনায় স্থানীয়রা আহত মোটর সাইকেল আরহীকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। ট্রাক্টরটিকে আটক করেছে থানা পুলিশ । নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।