স্টাফ রিপোর্টার:
নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামে সাপের কামড়ে রতনা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের দারিয়াপুর গ্রামের ফরিদ সরদারের স্ত্রী রতনা রাতে বিছনায় ঘুমিয়ে ছিলেন। এরপর তাকে সাপে দংশন করলে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। রতনা বেগমের মামা এনামুল হক বলেন, হাসপাতালে সাপের বিষের ভ্যাকসিন না থাকায় রতনাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।