বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন

ই-পেপার

চৌহালী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৬:১৯ অপরাহ্ণ

মোঃ ইমরুল হাসান শিকদার নিজস্ব প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে,কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনিমিত্ত, কালো ব্যাচ পরিদান, উপজেলা প্রশাসন কার্যালয়ে চত্ত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবর্গের বিদেহী আত্মার মাগফেতার কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ৫(চৌহালী-বেলকুচি) আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল’র একান্ত সচিব ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজ, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান,থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস, প্রমুখ। আলোচনা সভা শেষে চৌহালী সরকারী কলেজের পুকুর পাড়ে বৃক্ষ রোপণ এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন বলেন,বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দেশ ও দশের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বস্তরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসনসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এছাড়াও শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ ও উপজেলা জাসদ দিনব্যাপী অনুরুপ কর্মসূচী পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর