শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার বেলা সাড়ে তিনটার সময় উপজেলার শেরুয়া নামাপাড়া গ্রামের করিম ভুইয়ার মেয়ে মোছা: কারিমা (৫) একই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে বিথী (৫) বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশে খেলাধূলা করছিল তারা। খেলার একপর্যায়ে সবার অজান্তে নদীতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানিতে তাদের লাশ পাওয়া যায়।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান বলেন মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।