সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশে ৮১ কেজি গাঁজাসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ

মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের তাড়াশ থেকে ৮১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২) সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, রাজশাহী জেলার রড়মত্তপাড়া গ্রামের বাবর আলীর ছেলে মাইনুল ইসলাম (২৯), এই জেলার বেজোড়া গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে ফারুক হোসেন (২৮), কর্ণহার গ্রামের সাইদুল ইসলামের ছেলে জুবাইর ইসলাম (২০)।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত (২১ আগষ্ট) বুধবার সন্ধ্য্যায় সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কের জেলার তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, ৫টি মোবাইল এবং নগদ ১০ হাজার ৫২৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এঘটনায় তাড়াশ থানায় মামলা ও উদ্ধারকৃত মালামালসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর