বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
প্রিয় নেত্রীকে বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল গোপালপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা বাসাইলে অনার্স ফাউন্ডেশনের উদ্যােগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার-ক্রেস্ট ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তদন্ত রিপোর্ট পক্ষে না যাওয়ায় ভূমিদস্যু ফারুক কর্তৃক সাতক্ষীরা সদর ভূমি অফিসের নায়েব কে হুমকি জাতি তার এক মহান অভিভাবককে হারাল : প্রধান উপদেষ্টা এনায়েতপুরে দারুন ইহসান মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও প্রবিত্র কুরআনের সবক অভয়নগরে কয়লা চোর চক্রের দাপট: জিহাদ সিন্ডিকেট বেপরোয়া

পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে আলিম পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী রাসেল

এনামুল হক বাদশা, সিংড়া(নাটোর):
আপডেট সময়: রবিবার, ৩০ জুন, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ

দুই হাত নেই। ডান পা নেই। বাঁ পা রয়েছে, তবে তা স্বাভাবিক আকারের চেয়ে অনেক ছোট। শারীরিক সক্ষমতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও পড়াশোনায় প্রবল আগ্রহ তার। তাই তো পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে এবার আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রতিবন্ধী রাসেল মৃধা।

রোববার নাটোর আল মাদরাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে সে। এর আগে ২০২২ সালে দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করে ৩.৮৮ পেয়ে উত্তীর্ণ হয়।

রাসেল মৃধা নাটোরের সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র। অভাব-অনটনের মধ্যেও প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র মা-বাবা হাল ছাড়েননি। তার উচ্চশিক্ষার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

রাসেল মৃধার বাবা আব্দুর রহিম মৃধা বলেন, লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। সরকারের কাছে দাবি রাসেলকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন বলেন, ‘রাসেল মৃধা এ বছর আমার প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিগত পরীক্ষাগুলোতেও সে কৃতিত্বের সঙ্গে পাশ করেছে। আমরা আশাবাদী রাসেল এবারও ভালো ফল অর্জন করবে।’ মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির কাছে রাসেলের চাকুরির জন্য আমার আকুল আবেদন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর