সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন

ই-পেপার

সিংড়ায় রিকশা চালককে মারধর, পুলিশ কর্মকর্তা ক্লোজড

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৯ জুন, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক রিকশা চালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই মো. সেলিম রেজাকে ক্লোজড করে নাটোর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সন্ধ্যায় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সিংড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম রেজা। আর ভুক্তভোগী ওই রিকশা চালকের নাম মো. হারুন আলী। তিনি সিংড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাইশা গ্রামের বাসিন্দা।

ওই ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, গত বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১১টার দিকে সিংড়া উপজেলা পরিষদ রোড এলাকার দেশ ফার্নিচার দোকানের সামনে রিকশা চালককে থামায়। এরপর এএসআই, এক পুলিশ কনস্টেবলসহ তিনজন তার রিকশায় উঠে বসেন এবং তাদেরকে সিংড়া বাসষ্ট্যান্ডে নিয়ে যেতে বলেন। এসময় চালক এএসআইকে বলেন, ‘স্যার মিটারের তার সংযোগ লুজ হয়ে গেছে, গাড়ি যাচ্ছে না। অনেক কষ্টে আমি হাত দিয়ে তার ধরে এ পর্যন্ত এসেছি।’ এরপর ভিডিওতে এএসআইকে বলতে শোনা যায়, ‘আরে বেটা আমি তোরে বলছি তুই যা, একেবারে কান ফাটাই ফেলাবো, যা যা।’ এসময় অকথ্য ভাষায় চালককে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায় এএসআই ক্ষুব্ধ হয়ে তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে চালকের মাথায় আঘাত করতে থাকেন। পরে দ্বিতীয় দফায় আবারও চালককে মারধর করতে দেখা গেছে। এসময় চালকের কান্নায় আশপাশের লোকজন জড়ো হলে তাদের ধমক ও গালি দিয়ে সরিয়ে দেন এএসআই সেলিম রেজা।

এ বিষয়ে এএসআই মো. সেলিম রেজা বলেন, আমি কেন রিকশা চালককে মারধর করবো?

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বিষয়টি খুবই দু:খজনক। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এএসআই সেলিম রেজাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর