সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

ই-পেপার

ব্রহ্মপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চলতি ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৩টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান এস এম আশরাফুলজ্জামান মিঠু’র সভাপতিত্বে ও ইউ:পি সচিব মোঃ নজমুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, ব্রহ্মপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমানী আলী, ছাতনী ইউনিয়ন পরিষদের সচিব দুলাল উদ্দিন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা শেফালী বেগম, আফরোজা বেগম সদস্যসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ব্রহ্মপুর ইউপি সচিব মোঃ নজমুল ইসলাম জানান, বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৬৮ লাখ ২৪ হাজার ০১৪ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৬৬ লাখ ৮১ হাজার ৫৫৭ টাকা। এছাড়া বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৪৫৭ টাকা। তিনি বলেন, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়ন হলে ব্রহ্মপুর  ইউনিয়ন পরিষদের আমুল পরিবর্তন হবে এবং ইউনিয়নবাসী সুফল ভোগ করবে।

তিনি বলেন, এবারের বাজেটে ভৌত অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ উন্নয়ন, বৃক্ষরোপণ, নারী, শিশু, যুব উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ যোগাযোগ উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর