সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

ই-পেপার

নলডাঙ্গার খাজুরা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১১:২২ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চলতি ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৭ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও সচিব সাইফুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম,খাজুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফুল ইসলাম মজনু, ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাজুরা ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম জানান, বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৬৩ লাখ ৮৪ হাজার ২৮৭ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৬৩ লাখ ৩০ হাজার ৬০০ টাকা। এছাড়া বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৩ হাজার ৬৮৭ টাকা। তিনি বলেন, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়ন হলে খাজুরা ইউনিয়ন পরিষদের আমুল পরিবর্তন হবে এবং ইউনিয়নবাসী সুফল ভোগ করবে।

বিঃদ্রঃ আমাদের নাটোর জেলায় বিদ্যুৎ না থাকায় গতকাল নিউজ পাঠাতে পারি নাই, তাই আজ নিউজ পাঠাইলাম। দয়া করে নিউজ টা পাবলিশার্স করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর