পাবনার চাটমোহরে প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব মৌমাছি দিবস । পাবনা মৌচাষী সমিতির আয়োজন সোমবার(২০মে) এ দিবস পালন উপলক্ষে একটি র্যালী বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা কৃষি অফিসের হলরুমে আনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় উত্তরবঙ্গ মৌচাষী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, কৃষি সম্পসারণ কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আক্তার,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমানুল্লাহ আমান,বাসা ফাউন্ডেশন এড়িয়া ম্যানেজার জাকির হোসেন,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান প্রমূখ।
এসময় উপজেলার ৫০ জন মৌচাষী সাংবাদিক,সুধিজন উপস্থিত ছিলেন।