ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের আনারস প্রতীকের সমর্থনে বৃহস্পতিবার (১৬ মে) বিকালে ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার। পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম গোলবাবের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনো, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু, পৌর আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দারা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার আরমান, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল লতিফ মিন্টু, আওয়ামী নেতা ওসমান গনি, আব্দুল হান্নান, যুবলীগ নেতা রুহুল আমিন কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সজিব মালিথা, যুবলীগ নেতা শেখ কামাল, যুবলীগ নেতা শ্যামল, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, যুবলীগ নেতা সুমন হোসেন, ছাত্রলীগ নেতা রিংকু শেখ সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচনী সভা সঞ্চালনা করেন ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমন হোসেন মুবিন।