রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নয়াভাঙ্গলী নদীর স্যুইজ গেট ভোসেরচর নামকস্থানে বজ্রপাতের ঘটনায় শামীম আহমেদ (৩৪) নামের এক পেয়ারা ব্যবসায়ী নদীতে পরে নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল নয়টার দিকে।
জানা গেছে, ঝালকাঠী থেকে পেয়ারা নিয়ে মুলাদী হয়ে হিজলার হরিনাথপুর ইউনিয়নের দিকে নৌকায় করে যাচ্ছিল চার ব্যবসায়ী। এসময় লিটন মল্লিকসহ আরও দুইজন ব্যবসায়ী ছিল। এরমধ্যে আকস্মিক বজ্রপাতে শামীম নদীতে পরে নিখোঁজ হয়। অন্য তিনজন অক্ষত ও সুস্থ্য রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায়ী লিটন মল্লিক। ঘটনার সত্যতা ¯^ীকার করেছেন হিজলা নৌ পুলিশের ওসি শেখ বেল্লাল হোসেন।