শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৩ মে, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে’-এ প্রতিপাদ্য নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ আগামী ১৫ মে পর্যন্ত চলবে।
সোমবার(১৩মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল আজিজ। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজ, ডা: ইশরাক। সঞ্চালনায় ছিলেন ডা: তৌফিক ইলাহি।
সভায় বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।
এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ অনেকেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর