শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
রোববার (১২ মে) বেলা ১০ টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান, নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ তোতা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আনসারী, নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি রেনুকা হুজুর প্রমুখ।
এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।