নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও তিন দিনব্যাপী সেবা কার্যক্রম বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ মে) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনাসভার আয়োজন করে উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়। উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ রবিউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান, নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস, মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ তোতা, নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।