নাটোরের সিংড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক বিশিষ্ট আইনজীবি আলহাজ্ব এডভোকেট মো. মজিবুর রহমান মন্টু (৬৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, কন্যা-পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। শুক্রবার বাদ জুম’আ উপজেলা কোর্টমাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এর আগে তিনি সিংড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। নাটোর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন মজিবুর রহমান মন্টু।