শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এলিম, ভাইস-চেয়ারম্যান নাবেদ, শিলা

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বুধবার (৮ মে) অনুষ্ঠিত হয়েছে।  উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান  মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান উজ্জ্বল আনারস প্রতীকে ২৯০১৭ ভোট এবং অপর প্রার্থী শহিদুর রহমান জাবেদ ঘোড়া প্রতীকে ১৫১৫৭ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আল ইসলাহ নেতা মোহাম্মদ নাবেদ হোসেন চশমা প্রতীকে ২১৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লবিবুর রহমান টিউবওয়েল প্রতীকে ১৭৫২০ ভোট। অপর প্রার্থীরা আবু সুফিয়ান মোহাম্মদ আজম টিয়া পাখি প্রতীকে ১৫৭৮৮, ফরহাদ হোসেন  তালা প্রতীকে ১৫৪১৩, এবং আকমল হোসেন বই প্রতীকে ৯৫৩৯ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে সেলিনা আক্তার শিলা ফুটবল প্রতীকে ৪৬৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিস পারভীন কলস প্রতীকে পেয়েছেন ৩১৯৫৭ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর